ভারতে লঞ্চ হল 7,000mAh ব্যাটারির Samsung Galaxy F62, জেনে নিন ফিচার্স

 

বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা

মোবাইলপ্রেমীদের জন্য সুখবর! সোমবার ভারতে লঞ্চ হয়ে গেল 7,000mAh ব্যাটারির ক্ষমতাসম্পন্ন Samsung Galaxy F62। জানা গিয়েছে যে, এটিই Samsung-এর F সিরিজের দ্বিতীয় স্মার্টফোন। আপাতত ফোনটির দাম শুরু হয়েছে 23,999 টাকা থেকে। অন্য একটি মডেলের দাম 25,999 টাকা। আজকে লঞ্চ হয়ে গেলেও 22 ফেব্রুয়ারি দুপুর বারোটা থেকে Flipkart, Reliance Digital, My Jio রিটেইল স্টোর্স এবং Samsung.com এ ফোনটির বিক্রি শুরু হচ্ছে।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি কি ফিচার্স থাকছে ফোনটিতে :-

১. Galaxy F62 ফোনে থাকছে দুর্দান্ত Exynos 9825 প্রসেসর, যা পেয়ার করা থাকছে 8GB RAM এবং 128GB ইন-বিল্ট স্টোরেজের সঙ্গে। ফোনে অত্যন্ত শক্তিশালী 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

২. Samsung Galaxy F62 মডেলে 6.7 ইঞ্চির একটি সুপার AMOLED Plus ডিসপ্লে দেওয়া হয়েছে, যাতে HD+ রেজোলিউশন রয়েছে এবং Infinity-O কাটআউট দেওয়া হয়েছে।

৩. কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে 64MP-র প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে একটি 12MP আলট্রা ওয়াইড লেন্স (123 ডিগ্রি), 5MP ম্যাক্রো লেন্স এবং আর একটি 5MP ডেপথ লেন্স। এই রিয়ার ক্যামেরা 4K UHD ভিডিয়ো রেকর্ডিং সাপোর্ট করে।

৪. এছাড়াও এই Galaxy F62 হ্যান্ডসেটে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Samsung Pay (NFC) এবং মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে, যার সাহায্যে ফোনের স্টোরেজ 1TB অবধি বাড়িয়ে নেওয়া যেতে পারে।

৫. Samsung-এর F সিরিজের এই নয়া মডেলের তিনটি কালার ভ্যারিয়্যান্টস রয়েছে, লেজার গ্রিন, লেজার ব্লু এবং লেজার গ্রে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *