বিশেষ প্রতিবেদন, ১৬ ফেব্রুয়ারি
বেশ কয়েকদিন কেটে গেলেও নবান্ন অভিযানে গিয়ে এখনও নিখোঁজ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সিপিআইএম সমর্থক দীপক পাঁজা। ঘটনার পর প্রায় পাঁচ দিন কেটে গেলেও তাঁর খোঁজ নেই। যার জেরে ইতিমধ্যেই দলের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়েছে নিউ মার্কেট থানায়। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার স্থানীয় সিপিআইএমের পঞ্চায়েত সদস্য প্রবীর পাইকের নেতৃত্বে ওই এলাকার ছ’জনের একটি দল নবান্ন অভিযানে যোগ দিতে ট্রেনে হাওড়া গিয়েছিল। সাথে ছিলেন দীপকও। পরেই পুলিশের লাঠিচার্জের ফলে ছত্রভঙ্গ হয়ে পড়লে তারপর থেকে খোঁজ মেলেনি দীপকের।
এদিকে, বাঁকুড়ার মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর ঘটনার পর আরও উদ্বিগ্ন হয়ে পড়েছে দীপকের পরিবার। তাঁর ভাই, অমৃত পাঁজা জানান যে, “পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক ৷ একটু তৎপর হয়ে তাঁর খোঁজ করুক।” এদিকে, পাড়ার ছেলের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাহারকোটা গ্রামের বাসিন্দারাও।