বিশেষ প্রতিবেদন, ১৬ ফেব্রুয়ারি
দিন দিন বেড়েই চলেছে গ্যাসের দাম। পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দামও। যার জেরে ইতিমধ্যেই মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। নিত্য প্রয়োজনীয় এই জিনিসগুলির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে এবার অভিনব প্রতিবাদ দেখালেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া সারিনাতে। সাংবাদিক সম্মেলনের টেবিলে দুটি ফাঁকা গ্যাসের সিলিন্ডার নিয়ে হাজির হলেন এই নেত্রী। সাংবাদিক সম্মেলনে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁর ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন, ” ইতিমধ্যে কৃষকদের প্রতি নৃশংস হয়েছে সরকার। এবার চেষ্টা চলছে সাধারণ মধ্যবিত্ত মানুষদেরও দুমড়ে-মুচড়ে দেওয়ার।”
প্রসঙ্গত উল্লেখ্য, নিত্য প্রয়োজনীয় এই জ্বালানিগুলির মূল্যবৃদ্ধিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। দেশের বেশ কিছু শহরে ইতিমধ্যে পেট্রোলের দাম একশো ছুঁয়েছে। পাশাপাশি, নতুন দামবৃদ্ধির পর সিলিন্ডারের দামও প্রায় ৮০০ টাকা। গত এক সপ্তাহ ধরে রোজই কলকাতায় বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। এই বিষয়ে কেন্দ্রীয় সরকার অবশ্য দাবি করেছে যে, আন্তর্জাতিক বাজারে দামবৃদ্ধির জেরেই এমনটা হয়েছে।