বিশেষ প্রতিবেদন : ১৬ ফেব্রুয়ারি
ভারতে নির্মিত মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম “কু” প্রকাশ পাওয়ার পর থেকেই প্রবল জনপ্রিয়তা লাভ করেছে। কোয়েল পাখির ডাকের সাথে সাদৃশ্য রেখে এর নামকরন করা হয়েছে। অনেকেই একে টুইটার এর ভারতীয় অবতার হিসেবে মনে করছেন। ইতিমধ্যেই এক ঝাঁক সেলিব্রিটি থেকে শুরু করে রাজনৈতিক নেতা, ক্রিকেটার এবং ধর্মগুরুরাও ”কু”তে নাম লিখিয়েছেন। এদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল, শ্রমমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান, স্মৃতি ইরানি, প্রকাশ জাভেরকার, সাম্বিত পাত্রা সহ অনিল কুম্বলের মত প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক। পাশাপাশি সদগুরুর মত ধর্মগুরুও “কু”তে যোগদান করেছেন।
এছাড়াও, বিভিন্ন সরকারি মন্ত্রক যেমন, “Ministry of Electronics & Information Technology”, “Ministry of Railways” ধীরে ধীরে “কু” তে আসছে। এই প্রসঙ্গে IIM আমেদাবাদ এর প্রাক্তনী তথা “কু”র বর্তমান CEO ও সহ নির্মাতা, অপরিমেয় রাধাকৃষ্ণান বলেছেন,”বর্তমানে ‘কু’ তামিল, তেলেগু, কন্নড়, হিন্দি ও ইংরেজি ভাষায় পাওয়া গেলেও পরবর্তী সময়ে প্রধান ভারতীয় ভাষা বাংলা, অসমীয়া, মারাঠা, মায়ায়ালাম, গুজরাটিতেও পাওয়া যাবে।” বর্তমানে “কু” অ্যাপ গুগল প্লে স্টোর থেকে দশ লক্ষ বারের থেকেও বেশি বার ডাউনলোড করা হয়েছে। এই মাইক্রো ব্লগিং সাইট মার্চ ,২০২০ থেকে পথ চলা শুরু করে এবং ২০২০ আগস্ট মাসে “AtmaNirbhar App Innovation Challenge” প্রতিযোগিতায় বিজয়ী হয়। “কু” তে ইমেইল এর পাশাপাশি মোবাইল নাম্বার দিয়েও অ্যাকাউন্ট খোলা যায়। বিশেষজ্ঞ মহলের ধারণা, টুইটারে নরেন্দ্র মোদীর জন্মদিনে “বেরোজকার দিবস” পালন ও কিষান আন্দোলনে বিভিন্ন ইস্যুতে সরকারের তীব্র সমালোচনা হওয়ায় বিভিন্ন নেতা মন্ত্রীরা টুইটার এর বিকল্প হিসেবে “কু” তে বেশি জোর দিচ্ছেন। এখন দেখার বিষয় ভারতে “কু” টুইটার এর বিকল্প হিসেবে নিজেকে তুলে ধরতে পারে কিনা!