বিশেষ প্রতিবেদন, ১৭ ফেব্রুয়ারি
বেশ কয়েকদিন ধরেই পার্শ্বশিক্ষকরা তাঁদের দাবি নিয়ে আন্দোলন করছেন। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন তাঁরা। সল্টেলেকে বিকাশভবনের সামনে ধর্নায় বসেছেন পার্শ্বশিক্ষকরা। ১০ দিন ধরে চলে অনশনও। সম্প্রতি রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, বার্ষিক তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি হবে পার্শ্বশিক্ষকদের। সেই সঙ্গে তাঁদের অবসরকালীন তিন লাখ টাকা করে দেওয়ার কথাও বলেছেন তিনি। তারপরেও নিজেদের দাবিতে অনড় রয়েছেন তাঁরা।
এমতাবস্থায়, বিজেপি নেতা মুকুল রায় যেতেই পার্শ্বশিক্ষকরা আপাতত সরে এলেন অনশনের সিদ্ধান্ত থেকে। তবে তাঁরা তাদের অবস্থান চালিয়ে যাবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের পার্শ্বশিক্ষকদের দাবিপূরণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হস্তক্ষেপ চেয়ে একটি চিঠি দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। এই প্রসঙ্গে মুকুল বলেন, “রাজ্যে কোনও সরকার আছে বলে মনে হয় না। বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলে পার্শ্বশিক্ষকদের আর বারবার রাস্তায় বসতে হবে না।’’ এদিকে, বিধানসভা ভোটের আবহে মুকুলের এহেন কার্যকলাপ রাজ্য সরকারের ওপর চাপ অনেকটাই বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল।