বিশেষ প্রতিবেদন, ১৭ ফেব্রুয়ারি
বিধানসভা ভোটের আবহেই এবার নতুন দায়িত্ব পেলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে দলের জাতীয় মুখপাত্র বা ন্যাশনাল স্পোকসম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন এই দায়িত্ব পেয়ে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে,“আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর কাছে। তিনি আমার উপর ভরসা রেখে যে নতুন দায়িত্ব দিয়েছেন তা অবশ্যই আমি পালন করে আমার যোগ্যতাকে প্রমাণ করার চেষ্টা করব।”
বেশ কয়েকদিন ধরেই একাধিক টেলিভিশনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জিতেন্দ্র তিওয়ারিকে দলের হয়ে রাজনৈতিক বিতর্কে অংশ নিতে দেখা যাচ্ছিল। তখন থেকেই রাজনৈতিক মহলের একাংশ মনে করে যে, তাঁকে দলের জাতীয় স্তরে মুখপাত্র ঘোষণা করা হতে পারে। সেইমতো, মঙ্গলবারই তাঁর নাম জাতীয় মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয় দলের তরফে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালের ১৬ ডিসেম্বর আচমকা শহরের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে একাধিক প্রশ্ন তুলে প্রথমে আসানসোল পুরনিগমের পুর প্রশাসক থেকে পদত্যাগ করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। পাশাপাশি ছেড়ে দেন দলের জেলা সভাপতির পদও। পরবর্তীকালে, কলকাতায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলে নিজের ভুল স্বীকার করে আবারও দলে ফিরে আসেন তিনি।