বিশেষ প্রতিবেদন, ১৮ ফেব্রুয়ারি:
বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূলে ভাঙন বেড়েই চলেছে। এবার তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন টলিউড অভিনেতা তথা যুব তৃণমূলের সহ সভাপতি হিরণ চট্টোপাধ্যায়। আজই কাকদ্বীপে অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দেবেন তিনি। পাশাপাশি এই সভায় আজ টালিগঞ্জের আরও কয়েকজন তারকারও বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
দলবদল প্রসঙ্গে হিরণ বলেন, ” ২০১৪ সালে একটা দলে যোগ দিয়েছিলাম, বাংলার পরিবর্তন হবে বলে। কিন্তু রাস্তায় শুধু নীল-সাদা রং ছাড়া আর কিছুই হয়নি। হতাশ হয়েছি।” পাশাপাশি তিনি আরও বলেন, “নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ জুড়ে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তাতেই যোগ দিতে যাচ্ছি। উন্নয়নের জন্য রাজ্যে সর্বভারতীয় দলকেই ক্ষমতায় চাই।’’ প্রসঙ্গত উল্লেখ্য, বুধবারই যশ দাশগুপ্ত সহ একঝাঁক টলি তারকা বিজেপিতে যোগ দিয়েছেন। ঠিক তারপরের দিনই হিরণের দলবদল তৃণমূলকে আরও অস্বস্তিতে ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।