বিশেষ প্রতিবেদন, ১৮ ফেব্রুয়ারি:
গত কয়েকদিনের আবহাওয়ায় শীতের বিদায় নিয়ে নিশ্চিত ছিলেন সকলেই। কিন্তু হঠাৎ করেই আবারও শীতের প্রত্যাবর্তন! যার জেরে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় কমেছে ২ ডিগ্রি। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। খামখেয়ালি আবহাওয়ার চমক এখানেই শেষ নয়! আগামী ৪৮ ঘন্টায়, দক্ষিণবঙ্গের পশ্চিম ও উপকূলবর্তী জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার,কোচবিহার ও জলপাইগুড়িতে। এদিকে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টিপাতের। শুক্রবার বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। পাশাপাশি, শুক্রবার ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত ১০ বছরে এটাই ছিল শীতলতম ফেব্রুয়ারি। এর আগে ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে জমিয়ে শীত উপভোগ করেছিলেন বাংলার মানুষ।