বিশেষ প্রতিবেদন, ১৮ ফেব্রুয়ারি:
গতকাল, রাত সাড়ে ন’টা নাগাদ নিমতিতা স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে কর্মী সমর্থকদের সঙ্গে দাড়িয়ে ছিলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। কলকাতায় আসার জন্য ট্রেনের অপেক্ষার মাঝেই জাকিরকে লক্ষ্য করে হঠাৎই বোমা ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। বোমার আঘাতে বা পায়ে মারাত্মক জখম হন তিনি। আঘাত লাগে শরীরের একাধিক অংশেও। বোমার আঘাতে জখম হন আরও ২০জন কর্মী সমর্থকও।
ভয়াবহ এই ঘটনার পরেই চমকে উঠেছে রাজ্যবাসী। বিধানসভা ভোটের আবহে মন্ত্রীর ওপরে হামলার এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা। এদিকে, প্রত্যক্ষদর্শীদের দাবি ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়। তাঁদের বক্তব্য, স্টেশন চত্বরেই বোমা রাখা ছিল। এমতাবস্থায়, এই হামলার তদন্তে নামছে সিআইডি। ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক দলও। ইতিমধ্যে রেল পুলিসের পক্ষ থেকে মামলা রুজু করা হয়েছে। এদিকে, জাকির হোসেনকে দেখতে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী। এই ঘটনাকে “পরিকল্পিত ঘটনা” বলেই মনে করছেন তিনি। পাশাপাশি, রেল পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।