নিজস্ব প্রতিবেদক, ১৯ ফেব্রুয়ারি:
দেশজুড়ে টিকাকরণ চললেও করোনার সংক্রমণ এখনও চলছে। রাজ্যে ফের বেড়েছে দৈনিক করোনা সংক্রমণ। রাজ্যের গত ২৪ ঘন্টার করোনা পরিস্থিতি সামান্য উদ্বেগজনক। স্বাস্থ্যদফতরের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যে পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮১ জন। বুধবার এই সংখ্যাটা ছিল ১৩৩। এদিকে, কলকাতাতেই সংক্রমণের হার সবচেয়ে বেশি। ৭৯ জন আক্রান্ত হয়েছেন মহানগরে। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হল ৫ লক্ষ ৭৩ হাজার ১৯৩ জন।
আপাতত এই রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৭.৫৭ শতাংশ। তবে বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারও করোনায় রাজ্যে মৃত্যু হয়েছে ২ জনের। ফলে বাংলায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৩৯ জন। যদিও, গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২৪৩ জন। ফলে, এদিন রাজ্যের মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৫৯ হাজার ২৮২ জন।