বিশেষ প্রতিবেদন, ১৯ ফেব্রুয়ারি:
অবশেষে বহু প্রতীক্ষার অবসান! বেশ কয়েকদিন ধরেই Realme র নতুন স্মার্টফোন নিয়ে জল্পনা চলছিল। অবশেষে, Realme র ভাইস প্রেসিডেন্ট XU Qi Chase ঘোষণা করলেন ৪ মার্চ, Realme র প্রথম Qualcomm Snapdragon 888 প্রসেসর সমেত Realme GT 5G স্মার্ট ফোন লঞ্চ হতে চলেছে চিনা বাজারে।
Snapdragon এর দুরন্ত প্রসেসর ছাড়াও এই মোবাইলে থাকছে 12 GB RAM, 256 GB internal memory এবং 120 hz রিফ্রেশ রেট যুক্ত AMOLED ডিসপ্লে। যার মাধ্যমে সহজেই ভারী মোবাইল গেমিং করা যাবে। এই মোবাইলের ক্যামেরা যেকোনো নামি দামি মোবাইল ক্যামেরাকে সহজেই টেক্কা দিতে পারবে। 64 MP মেইন ক্যামেরার পাশাপাশি 13 MP র ultra wide ও 13 MP র telephoto লেন্স থাকবে এতে। এই স্মার্টফোনের সমস্ত শক্তি যোগান দেবে 5000mAh এর শক্তিশালী ব্যাটারি। যা সহজেই কয়েক মিনিটের মধ্যেই ফুল চার্জ করে নেওয়া যাবে 125 ওয়াটের Superdart ফাস্ট চার্জারের মাধ্যমে। অ্যান্ড্রয়েড 11 এর উপর ভিত্তি করে নির্মিত Realme UI 2.0 দ্বারা পরিচালিত হবে এই মোবাইল। 5G প্রযুক্তির সাথে সাথে WIFI 6.0 এবং Bluetooth 6.0 র সুবিধা এতে থাকবে। টেক বিশেষজ্ঞদের ধারণা, Realme GT 5G তীব্র প্রতিযোগিতার মুখে ফেলবে Xiaomi mi 11 কে। সেটিতেও রয়েছে Snapdragon 888 প্রসেসর। অনুমান করা হচ্ছে এই মোবাইল চিনে প্রকাশ পাওয়ার কয়েক দিনের মধ্যেই ভারতীয় বাজারে উপলব্ধ হবে। এর দাম ভারতীয় মুদ্রায় আনুমানিক 55,000 টাকার আশেপাশে থাকবে বলে সূত্রের খবর।