নিজস্ব প্রতিবেদক, ২০ ফেব্রুয়ারি:
নির্বাচনে ডিউটির চিঠি আসার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন রায়গঞ্জের উকিলপাড়ার বাসিন্দা সুধীর সরকার (৫৬)। বিভিন্নভাবে ডিউটি থেকে অব্যাহতির জন্য আবেদনও করেছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরিক্যাল বিভাগের চতুর্থ শ্রেণির এই কর্মী। কিন্তু, শেষরক্ষা হলোনা! নির্বাচনে ডিউটির আতঙ্কে বিশ্ববিদ্যালয়ে নিজের বিভাগেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন তিনি।
জানা গিয়েছে, অত্যন্ত ভীরু স্বভাবের মানুষ ছিলেন সুধীরবাবু। গতবারের নির্বাচনেও আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেই আতঙ্কই এবারও গ্রাস করে তাঁকে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ল্যাবে মেলে সুধীরবাবুর ঝুলন্ত দেহ। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার বিভাগের প্রধান বলেন, “সুধীরের দেহের পাশ থেকে ভোটের ডিউটির কাগজটি মিলেছে। উনি কয়েকদিন ধরেই অবসাদে ভুগছিলেন।”