দীর্ঘ যাত্রা শেষে মঙ্গলের মাটি স্পর্শ করল নাসার Perseverance

বিশেষ প্রতিবেদন, ২০ ফেব্রুয়ারি:

শুক্রবার গভীর রাত্রে নাসার তৈরি Perseverance মঙ্গলের মাটি স্পর্শ করল। Jet Propulsion Laboratory র তৈরি ১০২৫ কেজি ওজনের SUV সাইজের এই রোভারটি ফ্লোরিডার Cape Canaveral লঞ্চিং স্টেশন থেকে গতবছর ৩০ জুলাই মঙ্গলের পথে যাত্রা শুরু করে। অবশেষে ৬ মাস ১৮ দিন পর মঙ্গলের মাটি স্পর্শ করল Perseverance। এই রোভারে একটি ছোট হেলিকপ্টার রয়েছে যার নাম Ingenuity।

Perseverance এর মাধ্যমে বিজ্ঞানীরা যেসব বিষয় জানার চেষ্টা করবেন তার মধ্যে রয়েছে মঙ্গলে জীবজগতের জন্য আদৌ অনুকূল পরিবেশ রয়েছে কিনা, অতীতে প্রাণের অস্তিত্বের পাশাপাশি মঙ্গলে জল রয়েছে কিনা তারও সন্ধান চালাবে এই রোভার। পাশাপাশি ভবিষ্যতে মঙ্গলে বসতি স্থাপন করার বিষয়টির ওপরেও কাজ করবে Perseverance। এছাড়াও এই রোভার ৪৩টি টেস্ট টিউবের মধ্যে মঙ্গলের মাটি এবং পাথর সংগ্রহ করবে যা ২০২৬ সালে পরবর্তী মঙ্গল অভিযানে ফিরিয়ে আনা হবে পৃথিবীতে। ২০১২ সালের Curiosity রোভার ও ২০১৮ সালের Insider ল্যান্ডারের সাফল্যের পর নাসার বিজ্ঞানীরা এই মিশন নিয়ে খুবই আশাবাদী। সব মিলিয়ে বিশ্বের তাবড় তাবড় জ্যোতির্বিজ্ঞানীরা এই অভিযানের দিকে নজর রাখছেন।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *