লক্ষাধিক টাকার মাদক সহ গ্রেফতার হলেন বাংলার বিজেপি নেত্রী

বিশেষ প্রতিবেদন, ২০ ফেব্রুয়ারি:

এবার মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হল বাংলার বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে। প্রায় লক্ষাধিক টাকার মাদক সহ গ্রেফতার করা হয় তাঁকে। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ নিউ আলিপুর এলাকার এনআর অ্যাভেনিউতে পামেলার গাড়ি আটকে তল্লাশি চালানো হয়। তাঁর গাড়ি থেকে প্রায় ১০০ গ্রাম কোকেন উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, তাঁর সঙ্গে গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা প্রবীর দে।

ধৃত পামেলা গোস্বামী, রাজ্য বিজেপির যুব মোর্চার সম্পাদক। তিনি হুগলি বিজেপির যুব মোর্চার পর্যবেক্ষকও। পুলিশ সূত্রে দাবি, তাঁদের কাছে খবর ছিল দীর্ঘদিন ধরেই পামেলা ও প্রবীর নিউ আলিপুরে আসতেন এবং মোটরবাইকে করে এসে কয়েকজন তাঁদের কাছ থেকে কিছু নিয়ে যেতেন। এইভাবে মাদক পাচারের সন্দেহে এদিন নিউ আলিপুরের এনআর অ্যাভিনিউতে ওঁত পেতে ছিল পুলিশ। একটি কফিশপের সামনে সঙ্গীকে নিয়ে বিজেপির যুব নেত্রী পামেলা আসতেই তাঁদের ধরে ফেলে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তর হ্যান্ড ব্যাগ এবং গাড়ির সিটের নিচ থেকে উদ্ধার হয় লক্ষাধিক টাকার মাদক। এদিকে, বিধানসভা ভোটের আবহে বিজেপি নেত্রীর কাছ থেকে মাদক উদ্ধারের ঘটনায় গেরুয়া শিবির যে বেশ অস্বস্তিতে পড়বে তা মনে করছে রাজনৈতিক মহল।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *