২৩ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো পরিষেবা, আনুষ্ঠানিক উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদন, ২১ ফেব্রুয়ারি:

কলকাতার মুকুটে এবার আরও একটি নতুন পালক যুক্ত হলো। বহু প্রতীক্ষার অবসানের পর ২৩ ফেব্রুয়ারি অর্থাৎ আগামী মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো পরিষেবা। ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে ডানলপ সাহাগঞ্জের মাঠ থেকে এই প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত সারা দিনে ৭৯ জোড়া বা ১৫৮টি মেট্রো চলাচল করবে৷

এই মেট্রো চলাচল শুরু হলে নিঃসন্দেহে পুণ্যার্থীদের দক্ষিণেশ্বর মন্দিরে যাতায়াত আরও সহজ হবে।দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত ভাড়া হতে চলেছে ১০ টাকা। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পৌছতে সময় লাগবে সাত মিনিট। পাশাপাশি সকাল ৭টা থেকে রাত সাড়ে ন’টা পর্যন্ত চলবে মেট্রো। মেট্রো চলাচলের ফলে উত্তর কলকাতার সাথে দক্ষিণ কলকাতার যোগাযোগ আরও সহজতর হবে বলে মনে করছেন মেট্রো রেলের আধিকারিকরা।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *