আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেনে নিন বাংলা ভাষা সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য

বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২১ ফেব্রুয়ারি:

আজ ২১ ফেব্রুয়ারি। বাঙালিদের কাছে আজ এক অত্যন্ত গর্বের দিন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার জন্যে লড়াই করে পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউরদের প্রাণদান কখনোই ভুলবেনা আপামর বাঙালি। ১৯৯৯ সালে UNESCO ২১ ফেব্রুয়ারিকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে ঘোষণা করে। তাই তো আজ অত্যন্ত শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”। আজকের এই বিশেষ দিনে চলুন জেনে নিই বাংলা ভাষা সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য, যা বাঙালি হিসেবে আপনাকে আরও একবার গর্বিত করবে।

১. পৃথিবীতে প্রায় ২১০ মিলিয়ন মানুষ বাংলা ভাষায় কথা বলেন। অর্থাৎ পৃথিবীর মোট জনসংখ্যার ৩.০৫ শতাংশ মানুষ কথা বলেন বাংলায়।

২.UNESCO র সার্ভে অনুযায়ী, বাংলাকে “Sweetest Language” এর তকমা দেওয়া হয়। তারপরেই আছে স্প্যানিশ এবং ডাচ ভাষা।

 

৩. লন্ডনের “দ্বিতীয় ভাষা” (Second Language) হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। “সিটি লিট” নামক একটি সংস্থার সমীক্ষায় জানা গেছে যে, লন্ডনে বসবাসকারী ৭১,৬০৯ জন বাংলা ভাষায় কথা বলেন।

৪. পশ্চিম আফ্রিকার উপকূলবর্তী একটি দেশ হল সিয়েরা লিওন। আটলান্টিক মহাসাগরের তীরবর্তী এই দেশের অন্যতম সরকারি ভাষা হল বাংলা। ১৯৬১ সালে ইউরোপের সাম্রাজ্যবাদীদের হাত থেকে মুক্তি পায় দেশটি, স্বাধীনতার ৩০ বছরের মাথায় ১৯৯১ সালে প্রবল দুর্নীতির কারণে গৃহযুদ্ধ শুরু হয় এই দেশে। ২০০২ সাল পর্যন্ত এই যুদ্ধ চলে। এই গৃহযুদ্ধ থামাতেই হস্তক্ষেপ করে রাষ্ট্রসংঘ এবং রাষ্ট্রসংঘের পিসকর্পের প্রতিনিধি হিসেবে সিয়েরা লিওনে আসেন প্রায় ৫৩০০ বাংলাদেশি সৈনিক। শেষ পর্যন্ত শান্তি ফিরে এলে সেই দেশের রাষ্ট্রপতি আলহাজ আহমেদ তেজান কাবাহ বাংলাকে সেই দেশের “সরকারি ভাষা” হিসেবে চিহ্নিত করেন।

৫. বাংলাদেশ হল একটিমাত্র দেশ যেখানে বাংলা ভাষাকে “Official Language” হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশের মোট জনসংখ্যার ৯৮ শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলেন।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *