নিজস্ব প্রতিবেদক, ২০ ফেব্রুয়ারি:
Advertisement
দ্বিতীয়বার মা হলেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান৷ রবিবার মুম্বইয়ের ব্রিঞ্জ ক্যান্ডি হাসপাতালে জন্ম দিলেন ফুটফুটে পুত্র সন্তানের। হাসপাতালে করিনার পাশেই ছিলেন করিনার স্বামী সইফ আলি খান। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।
গতবছরই একটি সাক্ষাৎকারে করিনার দ্বিতীয়বার মা হওয়ার খবর জানিয়েছিলেন সইফ। পাশাপাশি ইনস্টাগ্রামেও করিনা পোস্ট করতে শুরু করেন বেবি বাম্পের একাধিক ছবি। এদিকে, করিনার দ্বিতীয় পুত্র সন্তান জন্ম নেওয়ার খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের শুভকামনায় ভরে উঠেছে নেটদুনিয়া। ছোট্ট তৈমুর এবার বড়ো দাদা হয়ে কিভাবে ভাইর খেয়াল রাখে সেই প্রশ্নও করেছেন নেটিজেনরা!