বিশেষ প্রতিবেদক, ২১ ফেব্রুয়ারি:
বিধানসভা ভোট আর বেশিদিন বাকি নেই। যে কোনো দিনই ঘোষণা হতে পারে ভোটের নির্ঘন্ট। এমতাবস্থায়, প্রতিটি রাজনৈতিক দলের নেতা নেত্রীরা চালিয়ে যাচ্ছেন জোরকদমে প্রচার। সদ্য তৃণমূল ছেড়ে পদ্মশিবিরে নাম লিখিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রায় প্রতিদিনই কোনও না কোনও কর্মসূচি রাখছেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী। কিন্তু এবার নিজের বিধানসভা কেন্দ্রেই বিজেপির বাইক র্যালি শুরুর আগে ‘’গো ব্যাক’’ স্লোগান শুনতে হল রাজীবকে। রবিবার সকালে মন্ত্রীর নিজের “গড়” ডোমজুড়ে ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, রবিবার সকালে বলুহাটি থেকে পার্বতীপুর পর্যন্ত বিজেপির বাইক র্যালি শুরু হওয়ার সময় এই ঘটনা ঘটে। তৃণমূলের স্থানীয় দলীয় কার্যালয়ে থেকে হঠাৎই রাজীবকে ‘’গো ব্যাক’’ স্লোগান দেওয়া হতে থাকে। পাশাপাশি মাইকে “খেলা হবে” স্লোগানও বাজানো হয়। যার জেরে সাময়িক উত্তেজনা শুরু হয় এলাকায়। এই প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “এটা বাংলার সংস্কৃতি নয়।” এদিকে, রাজ্যের মন্ত্রী অরূপ রায় এই বিষয়ের পরিপ্রেক্ষিতে বলেছেন, “এটা মানুষের ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ।”