নিজস্ব প্রতিবেদন, ২১ ফেব্রুয়ারি:
এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দিল সিবিআই। জানা গিয়েছে, কয়লাকাণ্ডে নোটিস ধরাতে এবং তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর শ্যালিকাকে এই নোটিস দেওয়া হচ্ছে। আজ দুপুর ২.০৫ নাগাদ অভিষেকের বাড়িতে হঠাৎই পৌঁছে যায় সিবিআইয়ের ওই প্রতিনিধিদল। সূত্রের খবর, ওইসময় বাড়িতে কেউই ছিলেননা। তাই ফোনে কথা হয় তাঁদের সাথে।
এই প্রসঙ্গে সিবিআইয়ের এই পদক্ষেপকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দাবি করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূল নেতা সৌগত রায়ের বক্তব্য, “সিবিআই গেলেও নোটিস দেওয়া যায়নি অভিষেকের পরিবারকে। কারণ সে সময়ে কেউই বাড়িতে ছিলেন না। সেক্ষেত্রে সিবিআই-এর প্রতিনিধিদল আবারও আসতে পারেন।” এদিকে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, “কয়লাকাণ্ডে জড়িত বিনয় মিশ্র অভিষেকের পরিবারের ঘনিষ্ঠ ছিল। গোরুপাচার, কয়লাপাচারে বহু লোক যুক্ত আছে। সিবিআইর তদন্তে লোক খুশি। এই দুর্নীতি বন্ধ হওয়া উচিত।” স্বভাবতই, বিধানসভা নির্বাচনের এই আবহে অভিষেকের বাড়িতে সিবিআইর আগমনে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।