বিশেষ প্রতিবেদন, ২২ ফেব্রুয়ারি:
সরস্বতী পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ‘’টুম্পা সোনা’’ গানের সাথে নাচের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে দু’বছরের জন্য সাসপেন্ড করা হল তৃণমূল ছাত্র পরিষদের পাঁচ সদস্যকে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি সিন্ডিকেট এই সিদ্ধান্ত নেয়।
এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,“আগামী দুই বছর বিশ্ববিদ্যালয়ের কোনও ক্যাম্পাসে ওই ৫ জন ঢুকতে পারবে না।” সাসপেন্ড হওয়া ওই পাঁচজনের নামও প্রকাশ্যে এসেছে। তাঁরা হলেন মণিশংকর মণ্ডল, রাজা মাণ্ডি, দেবর্ষি রায়, তীর্থপ্রতীম সাহা এবং রনি ঘোষ। এদের মধ্যে মণিশংকর মণ্ডল তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা তথা বর্তমানে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনার পর ওই পাঁচজন হাইকোর্টে যেতে পারেন।