নিজস্ব প্রতিবেদক, ২২ ফেব্রুয়ারি:
অবশেষে সিবিআইর দেওয়া নোটিসে সাড়া দিলেন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। গতকাল দুপুরে সিবিআই আধিকারিকরা যখন চিঠি নিয়ে কালীঘাটের “শান্তিনিকেতন” বিল্ডিংয়ে আসেন তখন বাড়িতে ছিলেন না রুজিরা। এমতাবস্থায় সিবিআইর তরফে দ্বিতীয় নোটিস পাওয়ার আগেই প্রথম নোটিসের জবাব দিলেন তিনি। পাশাপাশি, জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ৩ টের মধ্যে সময় দিলেন রুজিরা। এই প্রসঙ্গে চিঠির উত্তরে তিনি জানিয়েছেন, নিজের বাস ভবন শান্তিনিকেতনেই দেখা করবেন তিনি।
এদিকে, আজ দুপুরে বারোটা নাগাদ অভিষেকের শ্যালিকার অভিজাত আবাসনে যাবে সিবিআই। লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রচুর টাকা পাঠানোর প্রসঙ্গে অভিষেকের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। প্রসঙ্গত উল্লেখ্য, জানা গিয়েছে, অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা ব্যানার্জির অ্যাকাউন্ট থেকে মোট ৪ টি দেশে টাকা যেত। সিবিআই দাবি করেছে, সবকটি অ্যাকাউন্টের মাধ্যমেই বেআইনি লেনদেন হত। আর এই প্রসঙ্গের পরিপ্রেক্ষিতেই জিজ্ঞাসাবাদ করা হবে রুজিরাকে।