অপরাধীদের নতুন স্বর্গ ডার্ক ওয়েবের বাড়বাড়ন্ত রুখতে এবার আরও কড়া হল কলকাতা পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ২২ ফেব্রুয়ারি:

এবার ডার্ক ওয়েবের বাড়বাড়ন্ত রুখতে আরও কড়া হল কলকাতা পুলিশ। শনিবারের একটি বৈঠকে সাইবার ক্রাইম সংক্রান্ত অপরাধীদের জামিন অযোগ্য ধারায় গ্রেফতারের নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। ওই বৈঠকে স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত অপরাধের ধরণ ও গতি প্রকৃতি নিয়ে তিনি আলোচনা করেন। বেশ কয়েক বছর আগে পর্যন্ত কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে ডাকাতি, খুন এইসব খুব বেশি হত, পরবর্তী সময়ে পকেটমার ও ছিনতাইবাজদের দৌরাত্ম্য শুরু হয়। এদিকে, বর্তমান সময়ে অপরাধীদের মধ্যে সাইবার ক্রাইমের প্রবণতা শুরু হয়েছে।

এটিএম কার্ডের তথ্য চুরি করে টাকা হাতিয়ে নেওয়া থেকে শুরু করে ড্রাগস ও আগ্নেয়াস্ত্র কেনাবেচা করা, সমস্ত কিছুর আঁতুড়ঘর এই ডার্কওয়েব। প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার শহর থেকে ৭৬ গ্রাম কোকেন উদ্ধারের ঘটনা পুলিশ কর্তাদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে। এই ধরনের নিষিদ্ধ দ্রব্য বিদেশে ডার্ক ওয়েবের মাধ্যমে সহজেই বিক্রি হয়। সাইবার অপরাধের অভিযোগ পেলে তদন্ত করে অপরাধীদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি সাধারণ মানুষদের মধ্যে সাইবার ক্রাইম সম্পর্কে গণসচেতনতা গড়ে তোলার কথা হয় উক্ত বৈঠকে। পুলিশ কমিশনার ওই বৈঠকে অপরাধীদের কঠোর শাস্তির বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *