শেষরক্ষা হলনা, অবশেষে পুলিশের জালে বিজেপি নেতা রাকেশ সিং

নিজস্ব প্রতিবেদক,  ২৩ ফেব্রুয়ারি:

দিনভর চূড়ান্ত নাটকীয়তার পরে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন বিজেপি নেতা রাকেশ সিং। গলসি থেকে আটক করা হয় তাঁকে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের আধিকারিকরা রওনা দিয়েছেন গলসির উদ্দেশ্যে।

মঙ্গলবার দুপুরে আচমকাই কোকেন কাণ্ডে অভিযুক্ত রাকেশ সিংয়ের অরফানগঞ্জ এলাকার বাড়িতে হাজির হয় কলকাতা পুলিশের বিশাল বাহিনী। মঙ্গলবার তাঁর লালবাজারে হাজিরা দেওয়ার কথা থাকলেও সুকৌশলে তা এড়ানোর চেষ্টা করেন বিজেপি নেতা। জানান, দলের কাজে দিল্লিতে রয়েছেন তিনি। পুলিশ আধিকারিকরা তাঁর বাড়িতে ঢুকতে গেলে বাধা দেন রাকেশের পুত্র। অবশেষে বিকেল ৫ টায় বাড়ির ভিতরে প্রবেশ করে তল্লাশি চালান আধিকারিকরা। তদন্তে অসহযোগিতার কারণে আটক করা হয় রাকেশের দুই ছেলে সাহেব ও শুভমকে। সূত্রের খবর, এ দিনই দিল্লি যাওয়ার কথা ছিল রাকেশ সিং-এর কিন্তু বিমানের টিকিটও বাতিল করে দেন তিনি৷ শেষে গলসিতে খোঁজ মেলে রাকেশের।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *