নিজস্ব প্রতিবেদক, ২৪ ফেব্রুয়ারি:
নির্বাচন যতো এগিয়ে আসছে ততোই সরগরম হয়ে উঠছে রাজ্য রাজনীতি। বাড়ছে রাজনৈতিক হিংসাও। ভোটের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠলো পূর্ব বর্ধমান। এবার তৃণমূলের বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের জামালপুরে। জানা গিয়েছে, মৃতের নাম গৌতম ঘোষ (৪৮)। এই প্রসঙ্গে মৃতের ছেলে আকাশ ঘোষ অভিযোগ করেছেন যে, বিজেপি কর্মীরাই তাঁর বাবাকে খুন করেছে।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই কয়েকজন বিজেপি কর্মী গৌতম বাবুকে ক্রমাগত হুমকি দিচ্ছিল। মঙ্গলবার রাত এগারোটা নাগাদ গৌতমবাবুর একটি ফোন আসার পর তিনি বেরিয়ে গেলে তারপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিলনা তাঁর। তাই পরিবারসূত্রেও অভিযোগ করা হচ্ছে যে, বিজেপি কর্মীরাই গৌতম বাবুকে খুন করে তাঁর দেহ গাছে ঝুলিয়ে দিয়েছেন। এদিকে, এই খবর সামনে আসতেই অপরাধীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা।