বিশেষ প্রতিবেদন, ২৫ ফেব্রুয়ারি:
মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়ে থাকলো কুঁদঘাট। ম্যানহোল পরিষ্কার করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল ৪ জনের। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩ জন শ্রমিক। বৃহস্পতিবার কুঁদঘাটের পূর্ব পুঁতিয়ারি এলাকার একটি পাম্প হাউজের কাছে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে ঘটনাটি ঘটেছে। মৃত চার শ্রমিকের নাম হল জাহাঙ্গীর আলম, সাবির হোসেন, মহম্মদ আলমগীর এবং লিয়াকত আলি। তাঁরা সকলেই মালদহের হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা।
জানা গিয়েছে, দুপুর সাড়ে বারোটা নাগাদ ম্যানহোল পরিষ্কারের কাজে নামেন ওই সাতজন শ্রমিক। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তাঁরা উঠে না আসায় চিন্তিত হয়ে পড়েন বাকিরা। খবর হয় দেওয়া হয় দমকলকে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও এসে পৌঁছান। দীর্ঘক্ষনের চেষ্টায় তাঁদের উদ্ধার করা সম্ভব হলেও মৃত্যু হয় চারজনের।