বিশেষ প্রতিবেদন, ২৬ ফেব্রুয়ারি:
ভারতীয় “ধনকুবের” মুকেশ আম্বানির মুম্বাইয়ের বাড়ি ‘’অ্যান্টিলা’’র সামনে থেকে উদ্ধার করা হল বিস্ফোরক। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনাটি। জানা গিয়েছে, একটি পরিত্যক্ত স্করপিও গাড়ি থেকে পাওয়া গিয়েছে ২০ টি জিলেটিন স্টিক। মুম্বই পুলিশের বম্ব স্কোয়াড এবং সন্ত্রাস-দমন শাখা উদ্ধার করে এগুলি। পাশাপাশি, গাড়ির মধ্যে থেকে একটি চিঠিও উদ্ধার করা হয়েছে। তবে চিঠিতে কী লেখা আছে, তা জানানো হয়নি। গাড়িটিকেও উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
জিলেটিন স্টিক সাধারণত বিস্ফোরক তৈরির কাজে ব্যবহৃত হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনার ফলে এলাকায় বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরিপ্রেক্ষিতে, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ একটি টুইট করে বলেন, ‘’মুম্বইয়ে শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ির কাছে একটি স্করপিও গাড়িতে ২০ টি জিলেটিন স্টিক পাওয়া গিয়েছে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করছে।’’ এদিকে, ‘‘অ্যান্টিলা’’র সামনেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। জানা গিয়েছে, ওই স্করপিও গাড়িটির নাম্বার প্লেটের সঙ্গে মুকেশ আম্বানির একটি এসইউভির নাম্বার প্লেটের পুরোপুরি মিল পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।