নিজস্ব প্রতিবেদক, ২৭ ফেব্রুয়ারি:
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য ঘোষিত হল মহিলা দল। লকডাউনের পর এই প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আসন্ন সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫টি ওয়ান ডে ও ৩টি টি-২০ ম্যাচ খেলবে ভারত। তারই পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। ৭ মার্চ থেকে শুরু হতে চলেছে ওয়ান ডে সিরিজ। পাশাপাশি, ২০ তারিখ থেকে শুরু হবে টি-২০ ফরম্যাটের খেলা। লখনৌয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে সম্পন্ন হবে খেলাগুলি। প্রসঙ্গত উল্লেখ্য, টি-২০ স্কোয়াডে খেলবেন বাংলার রিচা ঘোষ এবং ওয়ান ডে স্কোয়াডে আছেন ঝুলন গোস্বামী।
এবারে একনজরে দেখে নিন টি-২০ এবং ওয়ান ডে-র স্কোয়াড:-
টি-২০ স্কোয়াড:-
হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস-ক্যাপ্টেন), শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, হার্লিন দেওয়ল, সুষমা বর্মা (উইকেটকিপার), নুঝাত পরভিন (উইকেটকিপার), পুণম যাদব, মানসী যোশি, মণিকা প্যাটেল, সি প্রত্যুষা ও সিমরন দিব বাহাদুর, আয়ূশি সোনি, অরুন্ধতি রেড্ডি, রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়।
ওয়ান ডে স্কোয়াড:
মিতালি রাজ (ক্যাপ্টেন), স্মৃতি মান্ধনা, জেমিমা রডরিগেজ, পুণম রাউত, প্রিয়া পুনিয়া, যস্তিকা ভাটিয়া, হরমনপ্রীত কউর (ভাইস-ক্যাপ্টেন), ডি হেমলতা, দীপ্তি শর্মা, সুষমা বর্মা (উইকেটকিপার), শ্বেতা বর্মা (উইকেটকিপার), মানসী যোশি, পুণম যাদব, সি প্রত্যুষা ও মণিকা প্যাটেল, রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, ঝুলন গোস্বামী।