বিশেষ প্রতিবেদন, ২৮ ফেব্রুয়ারি:
ইংরেজিতে স্নাতক হয়ে বিএডও করেছিলেন তিনি! হন্যে হয়ে খুঁজছিলেন একটা চাকরি। দিয়েছিলেন একাধিক ইন্টারভিউও, কিন্তু কোনো লাভ হয়নি তাতে। শেষে বেকারত্ব থেকে মুক্তি না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন পূর্ব বর্ধমানের কালনার যুবক, সন্ন্যাসী ঘোষ। বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস।
সন্ন্যাসীর বাড়ি কালনার পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতির শ্রীরামপুরের ঘোষপাড়া গ্রামে। জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিলেও চাকরি পাননি তিনি। টিউশনি পড়িয়ে কোনভাবে আয় করছিলেন সন্ন্যাসী। বারবার চেষ্টা করেও চাকরি না পেয়ে মানসিক অবসাদে ভুগতে থাকেন ওই যুবক। শেষে গতকাল রাতে নিজের ঘরেই আত্মহত্যা করেন তিনি। ঘরের ভিতর উঁকি দিয়ে সিলিং ফ্যান থেকে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান মৃতের বাবা-মা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করলে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় কালনা হাসপাতালে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।