নিজস্ব প্রতিবেদন, ১ মার্চ:
Advertisement
রাজনীতির ময়দানে ইতিমধ্যেই নেমে পড়েছেন একঝাঁক তারকা। এবার সেই রেশ বজায় রেখেই বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোমবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র হাত থেকে তিনি বিজেপির পতাকা তুলে নেন। আজকের যোগদান অনুষ্ঠানে সঙ্গে ছিলেন বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্যও। পদ্মশিবিরে যোগ দিয়ে শ্রাবন্তী বলেন, “আমার নতুন পথচলা শুরু। মানুষের জন্যে কাজ করতে চাই। আমি মোদীজিকে অনুসরণ করি।”
নির্বাচনের ঠিক আগে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন একাধিক টলি তারকা। বিজেপির হাত ধরে সদ্য রাজনীতিতে এসেছেন অভিনেত্রী পায়েল সরকারও। যশ দাশগুপ্ত, রুদ্রনীল ঘোষের মতো তারকারাও রয়েছেন বিজেপিতে। এবার সেই তালিকায় নাম জুড়লো অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের।