নিজস্ব প্রতিবেদক, ১ মার্চ
নির্বাচনের আগেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছিলেন, ক্ষমতায় ফিরলে রাজ্যবাসীকে সম্পূর্ণ বিনামূল্যে করোনার টিকাকরণ দেওয়া হবে৷ সেইমতো কথা রাখলেন তিনি। শুধু সরকারি হাসপাতালেই নয়, বিহারে বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে করোনা টিকা দেওয়া হবে বলে জানান নীতীশ কুমার৷ পাশাপাশি, সোমবার নিজেও করোনা টিকার প্রথম ডোজ নিলেন তিনি।
এই প্রসঙ্গে নীতিশ জানান,”ষাটোর্ধ্বদের প্রতিষেধক দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে৷ পাশাপাশি ষাটের নিচে বয়স, অথচ কো-মর্বিডিটি রয়েছে এমন ব্যক্তিরাও টিকা নেওয়ার সুযোগ আগে পাবেন৷ বিহারে সকলকে বিনামূল্যে টিকা দেওয়া হবে৷ সব খরচ রাজ্য বহন করবে৷ এমনকী নির্বাচিত বেসরকারি হাসপাতালে যাঁরা টিকা নেবেন, তাঁদেরকেও কোনও পয়সা দিতে হবে না৷” প্রসঙ্গত উল্লেখ্য, বেসরকারি হাসপাতালে করোনা টিকার প্রতি ডোজের খরচ ২৫০ টাকা করে লাগবে বলে জানা গিয়েছে৷ কোউইন ২.০ বা আরোগ্য সেতুর মাধ্যমে নাম নথিভুক্ত করলেই পাওয়া যাবে টিকা। এমতাবস্থায়, বিহার সরকার সম্পূর্ণ বিনামূল্যেই টিকাপ্রদান করবে বিহারবাসীকে।