এবার করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বিশেষ প্রতিবেদক, ১ মার্চ

এবার করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আজ সকালে নিজেই ট্যুইট করে জানালেন টিকাকরণের কথা৷ প্রধানমন্ত্রীকে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের প্রথম ডোজ দেওয়া হয়। তাঁকে টিকাটি দেন পুদুচেরির সিস্টার পি নিভেদা৷ টিকা নেওয়ার পর সকলকে করোনার ভ্যাকসিন নিতেও আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী।


পাশাপাশি টুইট করে টিকাকরণের সঙ্গে যুক্ত দেশের চিকিৎসক, গবেষকদের কাজের ভূয়সী প্রশংসাও করলেন তিনি৷ যেভাবে তাঁরা একজোট হয়ে মহামারীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছেন  এবং দ্রুত ভ্যাকসিন নিয়ে এসে সকলকে আশ্বস্ত করেছেন সেই কথাও টুইটে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *