নিজস্ব প্রতিবেদক, ২ মার্চ:
দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন জিতেন্দ্র তিওয়ারি। মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বৈদ্যবাটির সভা থেকে পদ্মশিবিরে যোগ দিলেন জিতেন্দ্র তিওয়ারি। প্রসঙ্গত উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগেই তাঁকে জাতীয় মুখপাত্রের দায়িত্ব দিয়েছিল তৃণমূল। কিন্তু সেই দায়িত্ব পেয়ে ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছিলেন, কার্যত ক্ষমতাহীন দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি, পাণ্ডবেশ্বরের টিকিট না পাওয়ায় তিনি আরও অসন্তুষ্ট হয়ে পড়েন। স্বভাবতই তারপর থেকে তাঁর দলবদল নিয়ে শুরু হয় জোর জল্পনা। যার অবসান ঘটলো আজ।
এর আগে ২০২০ সালের ১৬ ডিসেম্বর হঠাৎ শহরের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে একাধিক প্রশ্ন তুলে প্রথমে আসানসোল পুরনিগমের পুর প্রশাসক থেকে পদত্যাগ এবং পরে দলের জেলা সভাপতির পদও ছেড়ে দেন জিতেন্দ্র। শেষে কলকাতায় এসে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করার পর নিজের ভুল বুঝতে পেরে ফের তৃণমূলে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এমনকি ফেসবুকে লিখেওছিলেন, ‘’দিদিকে ছেড়ে কোথাও যাব না।’’ কিন্তু, শেষপর্যন্ত নির্বাচনের আগেই দলত্যাগ করলেন জিতেন্দ্র তিওয়ারি।