বিশেষ প্রতিবেদক, ২ মার্চ:
এবার বলিউডে নিজের কেরিয়ার শুরু করতে চলেছেন বলিউড তারকা সুনীল শেট্টির পুত্র আহান। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল আহানের অভিনীত প্রথম ছবিটি কিছুদিনের মধ্যেই রিলিজ হতে পারে। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে সামনে এল আহানের প্রথম ছবি, ‘তড়প’-এর ফার্স্ট লুক পোস্টার। আর এই পোস্টার সামনে আসার পরই আহানকে শুভকামনা জানিয়েছেন একাধিক বলিউড তারকা।
সুনীলের একদম কাছের বন্ধু তথা বলিউডের “খিলাড়ি” অক্ষয় কুমার এই পোস্টার শেয়ার করে লেখেন, ‘‘আহানের জন্য একটা বিশাল বড় দিন… আমার এখনও মনে আছে ওর বাবা সুনীল শেট্টির প্রথম ছবির কথা, বলওয়ান এর পোস্টারটাও আর আজ আমি তোমার ছবির পোস্টার উপস্থাপনা করছি, দারুণ খুশি এবং গর্বিত এই পোস্টার শেয়ার করতে পেরে।”
পাশাপাশি, অজয় দেবগণ স্মৃতিমেদুর হয়ে টুইট করেন, “আহান বড্ড তাড়াতাড়ি বড় হয়ে গেল।” এদিকে, ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে ধন্যবাদ দিতে ভোলেননি সুনীল। প্রসঙ্গত উল্লেখ্য, আহনের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন তারা সুতারিয়া। ছবিটি পরিচালনা করেছেন মিলন লুথরিয়া। আগামী ২৪ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ফিল্ম।