”৪ মে বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেবেন”, দাবি করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গড়করি

বিশেষ প্রতিবেদন, ৪ মার্চ:

একুশের বিধানসভা নির্বাচনকে ঘিরে সরগরম রাজনীতির ময়দান। মোট আট দফার এই নির্বাচন শুরু হতে চলেছে ২৭ মার্চ থেকে। তার আগে দলীয় প্রচারে খামতি রাখছেন না নেতা-মন্ত্রীরা। এই আবহে বঙ্গে ভোট প্রচারে এসে বাঁকুড়ার এক সভা থেকে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গড়করি দাবি করলেন যে, “২ মে পরিবর্তন হবে বাংলায়। পদ্মফুলেরই জয় হবে। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে। ৩ মে আমাদের নেতা নির্বাচিত হবেন। ৪ মে বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেবেন। কেউ আটকাতে পারবেন না।”

পাশাপাশি, তৃণমূলকেও কটাক্ষ করেছেন তিনি। সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, “ভোটের দিন সকালে ঘুম থেকে উঠুন। ভগবানকে ডাকুন, তারপর ভোটকেন্দ্রে যান। পদ্মপ্রতীকের বোতাম টিপুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন কারেন্ট লাগবে যে তিনি চেয়ার থেকে দু’ফুট উপরে উড়ে যাবেন।” স্বাভাবিক ভাবেই বাংলায় বিজেপির সরকার গঠন নিয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় মন্ত্রী।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *