নিজস্ব প্রতিবেদক, ৪ মার্চ:
সুদীপ জৈনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠালো তৃণমূল। পাশাপাশি তাঁর অপসারণও দাবি করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার তথা রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক সুদীপ জৈনকে নিয়ে তৃণমূল অভিযোগ করেছে যে, সুদীপ জৈন রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক থাকাকালীন একের পর এক পক্ষপাতমূলক আচরণ করেছেন। যার ফলে তিনি পর্যবেক্ষকের দায়িত্বে থাকলে রাজ্যে অবাধ নির্বাচন সম্ভব নয়।
পাশাপাশি, বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে সাংসদ সৌগত রায় বলেন, “আমাদের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনের অপসারণ দাবি করে কমিশনে চিঠি পাঠিয়েছেন। ওঁর পক্ষপাতদুষ্ট আচরণ আমরা আগেও দেখেছি।” তিনি আরও বলেন, “সুদীপ জৈন এর আগে একাধিক পক্ষপাতমূলক কাজ করেছেন । তাই তিনি দায়িত্বে থাকলে রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। তাই আমরা সুদীপ জৈনের অপসারণ চেয়েছি।”