নিজস্ব প্রতিবেদক, ৫ মার্চ:
Advertisement
অবশেষে নবান্ন অভিযানের প্রায় একমাস পর খোঁজ মিলল পাঁশকুড়ার DYFI কর্মী দীপক পাঁজার। দলের নেতা সুখেন দাস শুক্রবার বালি থেকে তাঁকে খুঁজে পান। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় সিপিএমের হাওড়া জেলার অফিসে। তাঁর পরিবারকেও খবর দেওয়া হয়েছে। তবে তিনি এতদিন কোথায় ছিলেন সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বাম ছাত্র সংগঠনের ডাকা নবান্ন অভিযানে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন পাঁশকুড়া গ্রামের বাহারপোতা গ্রামের বাসিন্দা দীপক পাঁজা। বহু চেষ্টা করেও পরিবারের লোকজন তাঁর সাথে যোগাযোগ করতে পারেননি। চরম উৎকণ্ঠায় পুলিশের দ্বারস্থ হয়ে পরিবার। দলের তরফেও চালানো হয় খোঁজ। এমনকি, ২৮ ফেব্রুয়ারির ব্রিগেড সমাবেশে দীপকের খোঁজে এসেছিলেন তাঁর স্ত্রী সরস্বতী দেবী। অবশেষে এতদিন পর দীপকের খোঁজ মেলায় স্বস্তি এসেছে পরিবারেও।