বিশেষ প্রতিবেদক, ১১ মার্চ:
বুধবার নন্দীগ্রামে প্রচারে গিয়ে রেয়াপাড়ায় একটি মন্দিরে পুজো দিয়ে বেরনোর সময় ধাক্কাধাক্কিতে পায়ে গুরুতর চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসুস্থও হয়ে পড়েন তিনি। গ্রিন করিডোর করে তাঁকে তড়িঘড়ি নিয়ে আসা হয় কলকাতায়। রাতভর শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর SSKM-এর চিকিৎসকরা জানিয়েছেন, একাধিক জায়গায় আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর বাম গোড়ালি, পায়ের পাতা, ডান হাত, কাঁধ ও ঘাড়ে আঘাত রয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হচ্ছে বলেও জানিয়েছেন। তাঁর চিকিৎসায় গঠিত হয়েছে মেডিক্যাল টিম। বৃহস্পতিবার দুপুরে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর পায়ে এখনও যন্ত্রণা রয়েছে এবং রক্তে সোডিয়ামের মাত্রাও কমে গিয়েছে। ইতিমধ্যে মমতার ৮ রকমের রক্ত পরীক্ষা করা হয়েছে বলেও জানা গিয়েছে।