নিজস্ব প্রতিবেদক, ১২ মার্চ:
মহারাষ্ট্রে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। গত কয়েক সপ্তাহ ধরে চলা লাগাতার সংক্রমণের জেরে আক্রান্তের নিরিখে দেশের মধ্যে ফের শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে মহারাষ্ট্র। একাধিক জেলায় জারি করা হয়েছে নাইট কারফিউ। মুম্বইয়ের পাশাপাশি নাগপুর এবং পুণেতেও বাড়ছে সংক্রমণ। বেশ কয়েকটি জেলায় ৩১ মার্চ পর্যন্ত স্কুল-কলেজগুলি ফের বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার পরপর দু’দিন সারা দেশেও উল্লেখযোগ্যভাবে বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই এই বিষয়ে সতর্কবার্তা জারি করেছে কেন্দ্র।
এদিকে, এবার করোনা আক্রান্ত হলেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী। আপাতত হোম কোয়ারেন্টাইনে আছেন অভিনেতা। জানা গিয়েছে, তিনি ‘’ডেসপ্যাচ’’ ছবির জন্য শুটিং করছিলেন। মনোজ করোনা আক্রান্ত হওয়ায় বন্ধ রয়েছে ছবির শুটিং। প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগেই ছবির পরিচালক কানু বহেল করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে, এবার করোনার দাপটে বন্ধ রাখা হল শুটিং।