রাজ্যে আসছে রাফাল! যুদ্ধবিমানের দ্বিতীয় স্কোয়াড্রনটি থাকবে হাসিমারায়

বিশেষ প্রতিবেদক, ১২ মার্চ:

রাজ্যে আসতে চলেছে বিধ্বংসী যুদ্ধবিমান রাফাল। এপ্রিলের মাঝামাঝিই আলিপুরদুয়ারের হাসিমারার বায়ুসেনা ঘাঁটিতে আসবে এই যুদ্ধবিমানের দ্বিতীয় স্কোয়াড্রনটি। বৃহস্পতিবার সংবাদসংস্থা ANI র তরফে বায়ুসেনার  আধিকারিকদের উদ্ধৃত করে এমনটাই জানানো হয়েছে। জানা গিয়েছে, পূর্ব এবং উত্তর-পূর্বে পড়শি চিনের বাড়বাড়ন্ত রুখতেই হাসিমারায় এই স্কোয়াড্রন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই রাফালের প্রথম স্কোয়াড্রন ‘গোল্ডেন অ্যারোজ’ রয়েছে আম্বালায়। তবে, হাসিমারার এই স্কোয়াড্রনটির নাম কি রাখা হবে তা এখনও ঠিক করা হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালে ৩৬টি রাফাল কেনার জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছিল ভারত। প্রায় ৭ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে ফ্রান্স থেকে ভারতে আসে প্রথম দফার এই রাফাল যুদ্ধবিমান। ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে সবগুলি যুদ্ধবিমান ভারতে এসে পৌঁছনোর কথা রয়েছে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *