বিশেষ প্রতিবেদক, ১২ মার্চ:
এবার আইকোর কাণ্ডে তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস পাঠাল সিবিআই। আগামী সপ্তাহেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। জানা গিয়েছে, কয়েকদিন আগেই প্রকাশ্যে আসা একটি ভিডিওতে আইকোরের একটি অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে। সেই কারণেই জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “‘চাপ দিয়ে আমাকে কোথাও নিয়ে যাওয়া যাবে না। নিজের দিক থেকে আমি অত্যন্ত পরিচ্ছন্ন, স্বচ্ছ। ভয় পাই না।”
এদিকে, গত বুধবার তৃণমূল নেতা এবং সবং এর প্রার্থী মানস ভূঁইয়াকে আইকোর কান্ডেই জিজ্ঞাসাবাদের জন্যে নোটিস পাঠায় সিবিআই। দ্রুত সিজিআই কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয় তাঁকে। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবারই বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক সমীর চক্রবর্তীকে সারদা কাণ্ডে জেরা করেছেন তদন্তকারীরা। পাশাপাশি, সারদা কাণ্ডে কামারহাটির তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্রকেও তলব করেছে সিবিআই। আগামী ১৮ তারিখ সিজিও কমপ্লেক্সে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।