অপেক্ষার অবসান! ঈদেই মুক্তি পেতে চলছে ভাইজানের “রাধে”

বিশেষ প্রতিবেদন, ১৩ মার্চ:

গত বছর ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে যায় ভাইজানের ছবি রিলিজ। কিন্তু, এইবছর অপেক্ষার অবসান ঘটিয়ে ঈদেই মুক্তি পেতে চলেছে সালমান খানের নতুন ছবি “রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই”। নিজেই ছবির পোস্টার শেয়ার করে ভাইজান লিখেছেন, “ঈদের কমিটমেন্ট ছিল, ঈদেই আসবে, কিঁউ কি, একবার জো…।”

আগামী ১৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। প্রভু দেবা পরিচালিত এই ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন দিশা পাটানি। পাশাপাশি, জ্যাকি শ্রফ এবং রণদীপ হুদাও অভিনয় করেছেন ছবিটিতে। প্রসঙ্গত উল্লেখ্য, করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমা হল। এমতাবস্থায়, বক্স অফিসের হাল ফেরাতে ছবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই প্রসঙ্গে, জি স্টুডিওর CEO শরিক পটেল বলেন যে, ”সলমন খানের ছবির মাধ্যমে আমরা আবারও দর্শকদের হলে ফেরাতে পারছি, এজন্য ভালো লাগছে। ২০২১ সালে এটা অন্যতম বড় ছবি হতে চলেছে। দর্শকদের ফিডব্যাক জানার জন্য মুখিয়ে আছি। সলমনের ফ্যানদের জন্য বড় চমক।” স্বভাবতই দীর্ঘদিন পর আবার হলে গিয়ে ভাইজানের ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁর ভক্তরা।

 

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *