বিশেষ প্রতিবেদক, ১৫ মার্চ:
টানা দু’দিন ধরে কাশ্মীরের সোপিয়ানে চলছে গুলির লড়াই। গত ১৩ মার্চ প্রথম সোপিয়ানে জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়া যায়। তার পরেই শনিবার রাত থেকে সোপিয়ান পুলিশ সহ ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফের ১৪ নম্বর ব্যাটালিয়ানের যৌথ টিম গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। দু’দিন ধরে চলা এই তল্লাশির ফলে এনকাউন্টারে এক জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। জানা গিয়েছে, ওই জঙ্গির নাম জাহাঙ্গির আহমেদ ওয়ানি। তার বাড়ি সোপিয়ানের রাখ নারাপোরা এলাকায়। পাশাপাশি, জাহাঙ্গির জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য ছিল বলে খবর পাওয়া গিয়েছে।
এই প্রসঙ্গে সোপিয়ান পুলিশ জানিয়েছে যে, গত বছর সেপ্টেম্বর মাস থেকে উপত্যকায় সক্রিয় ছিল ওই জঙ্গি। একাধিক নাশকতার সঙ্গে প্রত্যক্ষ ভাবে তার জড়িত থাকার প্রমাণও রয়েছে পুলিশের কাছে। পাশাপাশি উদ্ধার হয়েছে একাধিক উন্নত আগ্নেয়াস্ত্র। এদিকে, ইন্টেলিজেন্স ব্যুরোর প্রতিবেদনে বলা হয়েছে যে, জম্মু ও কাশ্মীরে এই মুহূর্তে প্রায় ২০০ জন জঙ্গি সক্রিয় রয়েছে এবং ২৫০ জন সীমান্ত পেরিয়ে লঞ্চ প্যাডের জন্য অপেক্ষা করছে। যদিও, এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে যে, “প্রতিবেশী দেশটির (পাকিস্তান) এজেন্সিরা গত ৩০ বছরেরও বেশি সময় ধরে ভারতের শান্তি বিঘ্নিত করছে এবং সাধারণ মানুষের ক্ষতি করছে ,ভারতীয় সম্পত্তির ক্ষতি করার চেষ্টা করছে। আমরা দীর্ঘদিন ধরে তাদের ছক বানচাল করে যাচ্ছি এবং তা অব্যাহত রাখব।”