করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

নিজস্ব প্রতিবেদক, ১৬ মার্চ:

ফের সংক্রমণ বাড়ছে করোনার। এবার করোনায় আক্রান্ত হলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি নিজেই ইনস্টাগ্রামে জানালেন করোনা আক্রান্ত হওয়ার কথা৷ ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তিনি জানান, “আমি করোনা আক্রান্ত হয়েছি৷ আমি সুস্থ রয়েছি৷ আমার সেরকম কোনও উপসর্গ নেই৷ চিকিৎসকের কথা মতো চলছি৷ সবরকম বিধি নিষেধ মানছি৷ এখন আমি সিঙ্গাপুরে রয়েছি৷ রিকভরি সেন্টারে রয়েছি আমি৷ সবাইকে বলতে চাই, সাবধানে থাকুন৷ আমার পরিবারের সবাই সুস্থ আছেন৷ এই সময় আপনাদের শুভেচ্ছা চাই৷”

আপাতত সিঙ্গাপুরে রয়েছেন অভিনেত্রী। জানা গিয়েছে, পরপর বেশ কয়েকটি ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। গত ৭ মার্চ “মহিষাসুরমর্দিনী” ছবির শুটিং করে সিঙ্গাপুরে যান ফিরে যান অভিনেত্রী। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়। এদিকে, করোনা থাবা বসিয়েছে বলিউডেও। সঞ্জয়লীলা ভনশালী, মনোজ বাজপেয়ী, রণবীর কাপুর, তারা সুতারিয়া সহ একাধিক বলিউড তারকা ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বেড়েছে সকলের।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *