23 মার্চ লঞ্চ হতে চলেছে Realme C25 স্মার্টফোন! জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

বিশেষ প্রতিবেদন, ১৬ মার্চ:

মোবাইলপ্রেমীদের জন্য সুখবর! নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Realme। জানা গিয়েছে, আগামী 23 মার্চ লঞ্চ হতে চলেছে Realme C25 স্মার্টফোন। Realme-র C সিরিজের নতুন এই স্মার্টফোনকে ঘিরে ইতিমধ্যেই আগ্রহ দেখা গিয়েছে। মনে করা হচ্ছে যে, দশ হাজারের আশেপাশেই দাম থাকবে এই স্মার্টফোনের।

এক নজরে দেখে নিন Realme C25 স্মার্টফোনের ফিচার্সগুলি:

* এই স্মার্টফোনের পেছনে রয়েছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 48MP। পাশাপাশি থাকছে ফ্ল্যাশও। ডিসপ্লে থাকছে সেলফির জন্য একটি ওয়াটার ড্রপ নচ। 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া থাকছে এই ফোনে।

* ফোনটিতে রয়েছে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও থাকছে একটি 6000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং প্রযুক্তি। এই ফোনে রয়েছে LCD প্যানেল সহযোগে একটি 6.5 ইঞ্চির ডিসপ্লে, যাতে HD+ রেজোলিউশন থাকছে এবং তার স্ক্রিন টু বডি রেশিও 89.5%।

* অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে রয়েছে Android 10 বেসড Realme UI। পারফরম্যান্সের জন্য এই ফোনে একটি MediaTek Helio G70 প্রসেসর দেওয়া হয়েছে।

* 3GB RAM এবং 32GB বিল্ট-ইন স্টোরেজের এই ফোনে মাইক্রোএসডি কার্ড স্লটও দেওয়া হয়েছে, যার সাহায্যে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন ব্যবহারকারীরা। কানেক্টিভিটির দিক থেকে মাইক্রো-USB পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, Wi-Fi 802.11 b/g/n এবং Bluetooth 5.0, ইত্যাদি সব ফিচার্সই রয়েছে Realme C25 স্মার্টফোনে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *