করোনার কারণে দর্শকশূন্য মাঠে হবে বাকি ৩টি টি-২০ ম্যাচ, জানিয়ে দিল বিসিসিআই

নিজস্ব প্রতিবেদক, ১৬ মার্চ:

দেশজুড়ে টিকাকরণ চললেও বাড়ছে করোনা সংক্রমণ। এমতাবস্থায়, কোনো ঝুঁকি না নিয়ে আহমেদাবাদে দর্শকশূন্য মাঠেই ভারত-ইংল্যান্ডের শেষ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে বলে জানিয়ে দিল বিসিসিআই। এই প্রসঙ্গে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ধনরাজ নাথওয়ানি জানিয়েছেন যে, “যেভাবে ফের করোনা সংক্রমণ বাড়ছে, তাতে আমরা বিসিসিআইয়ের সঙ্গে আলোচনার পর শেষ তিনটে ম্যাচ ক্লোজড ডোর করার সিদ্ধান্ত নিয়েছি।”

প্রসঙ্গত উল্লেখ্য, মহারাষ্ট্রের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফের কথা মাথায় রেখে পুণেতে ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজে কোনো দর্শক উপস্থিত থাকতে পারবেন না তা আগেই জানানো হয়েছিল। তবে, আহমেদাবাদে মোট দর্শকাসনের অর্ধেক দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল প্রথম দু’টি ম্যাচে। এমনকী মোতেরায় আয়োজিত দু’টো টেস্টেও মাঠে দর্শক ছিলেন। কিন্তু করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবার দর্শকশূন্য স্টেডিয়ামেই বাকি খেলা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হল। পাশাপাশি, যাঁরা এই তিনটি ম্যাচের টিকিট কেটেছিলেন, তাঁদের টিকিটের মূল্যও ফিরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *