নিজস্ব প্রতিবেদক, ১৭ মার্চ:
Advertisement
প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২১ বাইসন যুদ্ধবিমান। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল যুদ্ধবিমানটির পাইলট তথা বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তার। জানা গিয়েছে, বুধবার নিয়মমাফিক ট্রেনিংয়ের সময় আকাশে ওড়ার কিছুক্ষনের মধ্যেই ভেঙে পড়ে সেটি। ঘটনাটি ঘটেছে মধ্য ভারতে ভারতীয় বায়ুসেনার একটি ঘাঁটিতে।
এই ঘটনার পরেই ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে এক বিবৃতিতে এই দুর্ঘটনার কথা জানানো হয়। পাশাপাশি মৃত ক্যাপ্টেনের পরিবারকে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে। ইতিমধ্যে কিভাবে এই ঘটনা ঘটলো তা তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, দু’মাস আগেই রাজস্থানের সুরতগড়ে একটি মিগ-২১ ফাইটার জেট ভেঙে পড়েছিল। সেক্ষত্রে, সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান চালক।