বিশেষ প্রতিবেদন, ১৭ মার্চ:
30 মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে POCO-র নতুন ফোন POCO X3 Pro। বেশ কয়েকদিন ধরেই এই স্মার্টফোনকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। জানা গিয়েছে, Poco X3 Pro স্মার্টফোনের দুটি ভ্যারিয়্যান্টস থাকছে, 8GB+256GB এবং 6GB+128GB। ভারতীয় মূল্যে স্মার্টফোনগুলির দাম কুড়ি হাজারের নীচে থাকবে বলেই মনে করা হচ্ছে।
একনজরে দেখে নিন Poco X3 Pro স্মার্টফোনের ফিচার্সগুলি :
* এই ফোনে থাকছে একটি 6.67 ইঞ্চির LCD ডিসপ্লে, যার HD রেজোলিউশন থাকছে এবং সেই সঙ্গেই রিফ্রেশ রেট 120Hz।
* পারফরম্যান্সের জন্য এই ফোনে একটি Qualcomm Snapdragon প্রসেসর দেওয়া হচ্ছে। পাশাপাশি, পাওয়ারের জন্য থাকছে অত্যন্ত শক্তিশালী 5,200mAh ব্যাটারি। সূত্রের খবর, এই শক্তিশালী ব্যাটারি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হচ্ছে এই ফোনে, যার প্রাইমারি সেন্সর 48MP।
* অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে রয়েছে একটি 6.67 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে, Gorilla Glass 5 প্রোটেকশন এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
* জানা গিয়েছে যে, Poco X3 Pro ফোনটি মেটাল ব্রোঞ্জ, ফ্রস্ট ব্লু এবং ফ্যান্টম ব্ল্যাক – ইত্যাদি কালার ভ্যারিয়্যান্ট সহযোগে লঞ্চ করবে।