বিশেষ প্রতিবেদন, ১৭ মার্চ:
জমি দখলকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটলো
হাওড়ার বাঁকড়ায়। এই ঘটনায় জখম হয়েছেন দু’জন। তাদের মধ্যে রয়েছে একটি শিশুও। ঘটনাস্থলে এসে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। বসানো হয় পুলিশ পিকেট। জানা গিয়েছে, জমির মালিক ও প্রোমোটারের মধ্যে বিবাদের কারণেই ঘটনাটি ঘটেছে। বাঁকড়া বাজার এলাকায় বহুতল নির্মাণের জন্য সেলিম মোল্লার থেকে জমি নিয়েছিলেন প্রোমোটার মাহিদ খান। জমির মালিক অভিযোগ করেন, যে জমির ওপর চুক্তি হয়েছিল সেটা ছাড়াও অতিরিক্ত তিনকাঠা জমি জোর করে দখল করে নিতে চান প্রোমোটার। এই নিয়ে প্রায় ঝামেলা চলতো দু’পক্ষের মধ্যে। অবশেষে বুধবার দুপুরে প্রোমোটার দলবল নিয়ে জমির মালিক সেলিম মোল্লার ওপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে, এই ঘটনায় প্রোমোটার মাহিদ খানের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে পাওয়া যায়নি। বোমাবাজিতে আহত হন সেলিম মোল্লা। বোমার স্প্লিন্টার তাঁর শরীরের বিভিন্ন জায়গায় লাগে। পাশাপাশি, একটি শিশুও জখম হয়েছে। এদিকে, এই ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।