নিজস্ব প্রতিবেদক, ১৮ মার্চ:
Advertisement
রাজ্যে বিধানসভা ভোটের ঠিক আগেই জেএমবি জঙ্গি সন্দেহে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকে একজনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃত ব্যক্তির নাম মোকতার হোসেন। ধৃতের সঙ্গে বাংলাদেশের জেএমবি জঙ্গিগোষ্ঠীর যোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পাশাপাশি পুলিশ জানিয়েছে, এক ব্যবসায়ীকে অপহরণ করে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে ওই ব্যক্তি। সোনারপুরেই ওই ব্যবসায়ীকে অপহরণের পর লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, এই ঘটনা সামনে আসার পরই ধৃতকে জেরা করছে পুলিশ। তাকে আদালতে তুলে হেফাজতে নেওয়া হবে বলে জানা গিয়েছে। সোনারপুর ছাড়াও আর কোন কোন জায়গায় ওই ব্যক্তির “লিংক” ছড়িয়ে রয়েছে তাও জানার চেষ্টা করা হচ্ছে।