নিজস্ব প্রতিবেদক, ১৮ মার্চ:
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট কেরিয়ারের প্রথম ম্যাচের প্রথম বলে ছক্কা মেরে রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমেই ছক্কা হাঁকান সূর্য। এর আগে অন্য কোনো ভারতীয় ক্রিকেটার এই বিরল রেকর্ড করে দেখাতে পারেননি। তবে, সারা বিশ্বে এই কৃতিত্ব অর্জনের নিরিখে সূর্য হলেন অষ্টম ব্যাটসম্যান।
মোতেরায় খেলার চতুর্থ ওভারে মাঠে নেমেই জোফ্রা আর্চারের বলকে এক্কেবারে গ্যালারিতে পাঠিয়ে দেন সূর্যকুমার। আর তার সাথে সাথেই তৈরি হয়ে যায় এই নতুন রেকর্ড! ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৫৭ রান করেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে চলা এই সিরিজের দ্বিতীয় ম্যাচে সূর্যের অভিষেক ঘটলেও তিনি ব্যাট করার সুযোগ পাননি। তৃতীয় ম্যাচে তিনি খেলার সুযোগ না পাওয়ায় চতুর্থ ম্যাচে মাঠে নেমেই ঝোড়ো ইনিংস খেললেন তিনি। তৈরি করলেন রেকর্ডও!